ব্লগ থেকে গুগল অ্যাডসেন্স পাচ্ছেন না তাতে কি?? ইউটিউব থেকে খুব সহজেই গুগল অ্যাডসেন্স এ আবেদন করুন।(১০০% কার্যকারী)
10:52 PM
আসসসালামু আলাইকুম!! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।
আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই ইউটিউব থেকে অ্যাডসেন্স এ আবেদন করবেন। বর্তমানে ব্লগ এ গুগল অ্যাডসেন্স আবেদন খুব কম গ্রহন করছে। এর প্রধান কারন হল মানসম্মত ব্লগ এর অভাব। যদি আপনি আপনার ব্লগ থেকে অ্যাডসেন্স এ আবেদন করেন তাহলে যা থাকতে হবে তা হলঃ-
ব্লগ এর ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে হবে, ২০-২৫ টা ইউনিক আর্টিকেল থাকতে হবে, মোটামুটি ভালো ভিজিটর থাকতে হবে এবং ব্লগটি ৬-৭ মাস পুরান হতে হবে।
এটা অনেকেই করতে চান না বা ৬-৭ মাস পর অ্যাডসেন্স পাবেন কিনা সেটা ও অনেকটা অনিশ্চিত। কিন্তু যারা অ্যাডসেন্স দিয়ে টাকা উপার্জন করতে চান তারা খুব সহজেই ইউটিউব দিয়ে আবেদন করে ৪-৫ ঘণ্টার মধ্যে অ্যাডসেন্স পেতে পারেন। যেভাবে আবেদন করবেনঃ-
১) প্রথমে আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্ট এ সাইন ইন করুন।
২) যে কোনো একটা ভিডিও আপলোড দেন। ( কপিরাইট চলবে না )
৩) চ্যানেল এর Advance মেনু থেকে কান্ট্রি সিলেক্ট এ USA দিয়ে সেভ করেন।
৪) এখন Monetization এ গিয়ে Enable করেন।
৫) Status and feature এ গিয়ে দেখবেন Monetization Enable শো করছে।
৬) এখন আবার Monetization থেকে How will i be paid এ ক্লিক করতে হবে।
৭) ক্লিক করার পর next দিয়ে ইয়েস দেবার পর অ্যাডসেন্স এর অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে।
৮) সবকিছু ঠিকঠাক মত ফিলআপ করে সাবমিট করুন।
৪-৫ ঘণ্টা পর মেইল চেক করে দেখুন। আশা করি সবাই বুজতে পেরেছেন।
বুজতে সমস্যা হলে ভিডিওটি দেখুন
ভিডিও টি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।
ফেসবুক এ আমি
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেয!!!