গুগল অ্যাডসেন্সে ইউটিউব আরনিং শো করছে না??? এখুনি সমাধান দেখে নিন!!!

আসসসালামু আলাইকুম!! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমরা সবাই কম বেশী জানি যে গুগল অ্যাডসেন্স কি এবং কিভাবে এই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে খুব সহজেই টাকা উপার্জন করা যায়। বর্তমানে ব্লগ এ অ্যাডসেন্স পেতে অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু ইউটিউব এর মাধ্যমে সহজেই অ্যাডসেন্স পাওয়া যায়। যাই হোক কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ আপনার ইউটিউব আরনিং শো করবেন। এখন সাধারণত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ড্যাশবোর্ড এ টোটাল আরনিংস টা দেখা যায় না। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ লগ ইন করে পারফরমেন্স রিপোর্ট এ গেলে দেখা যায় এর জন্য আমরা চিন্তায় পরে যাই যে ঠিক মত আরনিং হচ্ছে কিনা। তবে চিন্তার কোন কারন নাই আপনার আরনিং ঠিক মতই হচ্ছে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ টোটাল আরনিংস টা শো করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে । প্রথমত ফিল্টার এ গিয়ে প্রোডাক্ট এ hosted accounts দিতে হয়। hosted accounts দেবার পর Overview এ নতুন একটি আরনিং মেনু অ্যাড হবে। এর পর আপনি আপনার টাইম লিমিট অনুযায়ী আরনিং দেখতে পারবেন। সাধারনত ডিফল্ট ভাবে শেষ ৭ দিন এর টা দেয়া থাকে। আশা করি সবাই বুজতে পেরেছেন। বুজতে সমস্যা হলে ভিডিও টি দেখতে পারেন। ভিডিও টি ভালো লাগলে সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেয!!!